এই দেহতে একটি পাখির নিত্য বসবাস,


পোষ মানিয়ে রাখা তাকে নয় তো সহজ কাজ।


পাখির যত্নে ত্রুটির নেই তো কোনো লেশ,


তারপরও জানি উড়াল দেবে সময় হলে শেষ।


পাখির চিন্তায় ঘুম আসে না সদা জেগে রই,


এমন পাখি হারিয়ে গেলে ফিরে পাবো কই।


পাখি ছাড়া এই দেহের আছে কি আর দাম,


মাটির দেহ মিশে যাবে পঁচে গিয়ে অবিরাম ।


অবুঝ পাখি তবুও যাবে সোনার এই দেহ ছেড়ে,


এমন পাখি উড়ে গেলে আর কি পাব জগত মাঝারে।