হরিজন কেন হবে সমাজে অচ্ছুৎ ?


বাকী সবাই কি তবে পূত পবিত্র স্বর্গীয় দূত!


বরং তারাই করছে প্রতিনিয়ত শূচি,


তোমার আমার সুন্দর এই ধরিত্রী।


দর দর ঝরছে ঘাম অবিরাম,


পরিষ্কার রাখতে এই ধরাধাম।


তবুও হরিজন কভু না পায় কোনো দাম,


পদে পদে তাদের শুধুই বদনাম।


তাদের হাতে কি লেগে আছে,


পান করলে জল বিলীন হবে কূল মান সকল।


অথচ যারা করছে পরের ধন লুন্ঠন,


অপরের অধিকার হরণ,


তারাই এখন সমাজের সম্মানিত জন।


তারাই হোক অস্পৃশ্য,অচ্ছুৎ


তারাই তো নরাধম।


মনে খেদ নিয়ে তাই বলে হরিজন,


তোমাদের জন্য আমরাই হলাম আজ সমাজের কুলষিত জন।


যদি না থাকে সমাজে হরিজন,


কি অবস্থা হবে সভ্যদের তখন,


ভেবে দেখো এখন,


তারা নয় কি আমাদের সবার আপন?