ইট পাথরে নগর গড়া
কারুকার্যে দালান ঘেরা
সবুজের সমারোহ, আর–
দক্ষিণা শীতল হাওয়া!


আহ!


মন ভোলানো ফল
সুশোভিত করা ফুল
আলোয় ঝলমলে রাত
নির্ঘুম জাগানো প্রভাত।
পিচঢালা সরল পথে
গোলাপেরা যেন মিটিমিটি হাসে।


কংক্রিটের কাগজে
শিল্পের আঁচড়ে
অপরূপ সৌন্দর্য্যে
আভিজাত্য রাজপথে!


আকাশ ছোঁয়া বসত ঘেরা
স্বপ্ন ছোঁয়া তরুণ মেলা
সুখ শান্তির রঙিন ভেলায়
সাজানো এই নগর মালা!