হে লোক সকল!


সিংহ কখনো হিংসা করে না,
ইতর প্রাণীরা, তা—
বুঝবে কি করে?
সত্য সত্য কেই মেনে চলবে।
সত্যের সাথে বীর—
কখনো কী আপোষ করবে?


ইতর প্রাণীরা করে শোরগোল–
সিংহ দিবে হুংকার,
রাজ্যের খোঁজে এসেছে রাজা,
কার আছে হিম্মত–
সামনে দাড়াবার!


ইতর প্রাণী কেটে পরে পথ-
হিংসা আগুন জলে বুকে,
ছুটে চলে অলি-গলি, তবু–
সত্য পথ নাহি ধরে!


সত্য পথে মহানন্দ–
বুঝি লো সত্য প্রথিক,
সত্যের তরেই বিলিয়ে জীবন, করে–
তুচ্ছ বিশ্ব নিখিল!


বীরের কাছে তুচ্ছ ধরনী–
সত্য প্রকাশ হলে,
সত্যের তরেই ধরিবে বাজি–
বিশ্ব মিথ্যা ছেয়ে গেলেও!