আমি পারিনি সকলের মতো,
মিথ‌্যাকে সত‌্য বলতে,
সত‌্যকে আড়াল করতে,
আমি সত‌্যকে সত‌্য বলেছি,
মিথ‌্যাকে মিথ‌্যা বলেছি।


আমি মাথা নত করেনি,
মানুষ রুপী জানোয়ারদের কাছে,
আমি মাথা উচুঁ করে দাড়িয়েছে অন‌্যায়ের প্রতিবাদে,
আমি লড়েছি অন‌্যায়ের বিরুদ্ধে।


আমি ভয় পায়নি মৃত‌্যুকে,
আমি বীরের মতো লড়েছি মৃত‌্যুর রনাঙ্গনে,
আমি হাজার বাধাঁ পেরিয়ে জয়ী হয়েছি,
আমি গায়ে রক্ত মেখে,
বিজয়ীর বেশে মৃত‌্যুর রনাঙ্গন ত‌্যাগ করেছি।


আমি নারীকে অসম্মান করতে পারিনি,
আমার জন্ম যার মাধ‌্যমে আমি তার অমর্যাদা করতে পারিনি,
প্রতিটি নারীর মাঝে যে মা সত্ত্বা রয়েছে আমি তার সম্মান করেছি,
প্রতিটি নারীকে আমি তার প্রাপ‌্য মর্যাদা দিয়েছি।


আমি কখনো অন‌্যায়ের সাথে আপোশ করিনি,
তাই হয়ত আজ আমার এই পরিনতি,
আমার মতো এরকম প্রতিটি মানুষ সমাজের কাছে নীচ,
আমাদের এই সমাজ ব‌্যবস্থা আমাদের পঙ্গু করে রেখেছে,
যে অন‌্যায় করে সে সকলের কাছে সম্মানিত,
যে প্রতিবাদ করে সে ঘৃনীত,
ধিক্কার জানাই এই সমাজকে,
সমাজের ঘৃনীত নিয়মগুলোকে,
আমরা বাঁচতে চাই পরিপূর্ন ভাবে,
আমরা সকলে বীর,
আমরা এই স্বাধীন দেশে স্বাধীন ভাবে বীরের বেশেই বাঁচব।