অনুভূতি এক বড়ই অদ্ভুত জিনিস!
জীবনের এক অপরিহার্য উপাদান এই অনুভূতি।
প্রতিটি বিষয়ে কোনোনা কোনো অনুভূতি থাকে।
সুখেও যেমন অনুভূতি থাকে,দুঃখেও তেমন থাকে।
প্রপ্তিতেও অনুভূতি মিশে থাকে,হারানোতেও অনুভূতি থাকে।
জীবনের প্রতি ক্ষেত্রেই অনুভূতি জড়িয়ে আছে।
শুধু অনুভূতির ধরন গুলো আলাদা!
একেক সময় অনুভূতি অনেক সুখের হয়,
একেক সময় এতই বেদনাদায়ক হয় যে তা ভোলাই যায়না।
প্রত‌্যেক অনুভূতিই মানুষের কাছে বিশেষ।
তবে প্রথম অনুভূতি গুলো একটু বেশিই বিশেষ হয়,
হোক তা ভালো বা খারাপ অনুভূতি তবুও তা বিশেষ।
আমি বা আমার মতো যারা নিজেকে অনুভূতিহীন ভাবি,
তাদের মাঝেই হয়তো অনুভূতির পরিমান একটু বেশি!