তুমি ছিলে মোর সব,
আজ তুমিহীন সব নীরব।
অন্ধকার পথে এখন শুধু একাই হাঁটি,
নিজের শরীরে রক্তাক্ত দাগ কাটি।
কি করবো আমি বলো?
তুমিহীন আমার সবটাই যে এলোমেলো।


তুমি ছিলে মোর জীবনের আলো,
আজ তুমিহীন সব ধূসর কালো।
একা একাই পথ চেয়ে থাকি,
সারাটাক্ষন শুধু তোমাকেই ডাকি।
কোথায় চলে গেলে তুমি ছেড়ে আমায়?
আমিতো ভালোবে​সে ছিলাম শুধুই তোমায়।