জীবন নামের পথ বুঝি মোর,
শেষ হলো এই _ সময়ের-ই নিড়ে।
স্বাধ যেন মোর হলো বিস্বাদ,
বাস্তবতার ভিরে।
স্বপ্ন গুলো স্বপ্ন হয়েই,
আছে মোরে ঘিরে।
সুখ গুলো সব হারাই ঐ,
মরা নদীর চরে।
তবু ও কেন?
বাঁচতে বড়ো স্বাধ গো জাগে
ভুবনের এই তরে।