আমি যদি কখনো আবার
পৃথিবীতে আসার সুযোগ পাই।
আমি পুরুষ হয়ে আসবো-ই না।
যদি আবারও ভুল করে পুরুষ হয়ে আসি তবে,
মায়ের কোল থেকে মাটিতে পা রাখবো না।
তাও যদি না পারি,
খেলার মাঠ ছাড়বো না।
পার করবো না স্কুলের সেই অধ্যায়,
শেষ হতে দিব না কলেজ ক্যামপাস এর
বন্ধুদের নিয়ে আড্ডা  কেফেট এরিয়ায়।
কারো মায়ায় পরবো না,
ভালোবেসে কাউকে,
তিলে তিলে নিজের  জীবন  শেষ করবো না।
কারো উপরে আশা,ভরশা,বিশ্বাস করে,
জীবনের বড় ভুল-টা আমি আর করবো না।
বাস্তবতার কঠিন তারকাঁটা জালে,
নিজেকে কখনোই আটকাবো না।
সত্যি বলতে আমি পৃথিবীতে
পুরুষ হয়ে আর জন্মাবো না।