রূপসী গ্রামে মুগ্ধ আমি,
বৃক্ষ ছায়া তলে।
গ্রীষ্মের দুপুর শীতল হাওয়া,
ফল পাকানোর ছলে।
সোনালী ধান খেলছে  যেমন
দখিনা হাওয়ায় তালে।
হাম্মা মামা খাচ্ছে যে ঘাস
রাখাল বাঁশির সুরে।
পাখিদের ঐ কিচিরমিচির,
ঝিঝি পোকার ডাক,
বিকেল বেলা ফিরছে দেখ
সাদা বকের ঝাক।