কখনো কি তুমি কাউকে-
হারানোর বেদনায় হারিয়েছ?
হারাবে কি করে তুমি?
তোমার প্রেম মহতে মুগ্ধ শহর।
হারাবার আগেই তুমি হয়ে থাকো পূর্ণ।
একটিবার আমায় তুমি দেখো,
তোমায় হারিয়ে আমি ভাসিতেছি মহাশূন্যে।
তোমার মন খারাপে আজ কত যুবক
লিখছে তোমার মন ভালো করার কবিতা,
আর আমার বেলায় পুরনো দিনের
তোমার হাসি মাখা সেই ছবিটা।
ওদিকে তোমার জন্য শহর জুড়ে গাইছে কেমন
প্রেম নিবেদন গান,
এদিকে আমার প্রিতি সৃতি আমায়,
কেবল দিচ্ছে পিছুটান।
তুমি বুঝবে কি ভাবে খুঁজবে না আমায় আমার অভাবে
শুধু আমিই খুঁজি এখনো তোমায় তোমার পুরোনো সেই স্বভাবে।