তুমি চলে গেছ

তো কি হয়েছে তোমার মুখে ভালোবাসি কথাটি আমি আজো শুনতে পাই।

তুমি চলে গেছ

তো কি হয়েছে  তোমার মায়াবী হাসি আমি এখনো আঁখি বুজিলে দেখতে পাই।

তুমি চলে গেছ

তো কি হয়েছে প্রতি রাতে তোমাকে ভেবে কবিতা আমি লিখে যাই।

তুমি চলে গেছ

তো কি হয়েছে আমি তোমার দেয়া বেদনায় নীরবে   চোখের জলে হারাই।

তুমি চলে গেছ

তো কি হয়েছে আমি  অদৃশ্য তোমাতেই অনুভবে ভালোবেসে যাই।

তুমি চলে গেছ

তো কি হয়েছে তোমার দেয়া সৃতির পাহাড়ে আমায় দিয়েছ ঠাই যেথা আমি ছাড়া কারো আসার সাধ্য নাই।