ভোরে রক্তিম সূর্য উঠে,
দূর করে অন্ধকারের ঘনঘটা।
তোমার যে বলো, 'স্বাধীনতা' সে কী?
আমি বলি, "এটাই তো হলো স্বাধীনতা" ।


কৃষক মৃত মাটির বুক চিরে,
আনে নতুন প্রাণের সজীবতা।
তোমার যে বলো, 'স্বাধীনতা' সে কী?
আমি বলি, "এটাই তো হলো স্বাধীনতা" ।


শিক্ষকের সাথে উচ্চস্বরে,"অ" "আ" তে,
সুরে সুরে শিশুরা মিলায় একত্বতা।
তোমার যে বলো, 'স্বাধীনতা' সে কী?
আমি বলি, "এটাই তো হলো স্বাধীনতা" ।


লাল সবুজের ঐ বিজয় নিশান,
মানে না কোনো ঝড়-তুফান, বাধা-বিঘ্নতা।
তোমার যে বলো, 'স্বাধীনতা' সে কী?
আমি বলি, "এটাই তো হলো স্বাধীনতা"।


বিশ্বের মানচিত্রে দেখোনা কি চেয়ে?
সমুজ্জ্বল 'বাংলাদেশ' নামটা।
তোমার যে বলো, 'স্বাধীনতা' সে কী?
আমি বলি, "এটাই তো হলো স্বাধীনতা"।