ভালোবাসা যেখানে,
গভীর আর বিশাল হয়।
শব্দভাণ্ডার সেখানে কম পড়ে যায়।


তখন! নতুন শব্দের সৃষ্টি, নতুবা,
বিদেশী কোনো শব্দ ধার করতে হয়।


মা সন্তানকে, তাঁর
জীবনের থেকে বেশি ভালোবাসে।
খেয়াল করলে দেখবে,
মা তার সন্তানকে কখনো
এক নামে ডাকে না।


"বাবু,সোনা,বেবী,গুলুগুলু,টুলুমুলু"
আরো যে কতো বিচিত্র নামে ডাকে।
যার অর্থ যদি তুমি খুঁজতে যাও,
কোনো অভিধানেই খোঁজে পাবেনা।


এর কারন কি জানো?
অগাধ ভালোবাসা কখনো,
এক শব্দে প্রকাশ করা যায় না।
শুধু অনুভব করা যায় মাত্র।