লোকে বলে বেশি কথার মাঝেতে নাকি,
বেশি ভুল থাকে। আজকাল,
আমার প্রতিটা কথাই তোমার কাছে
ভুল মনে হয়। তার মানে কী এটাই,
আমি তোমার সাথে প্রয়োজনের চেয়ে,
অতিরিক্ত কথা বলি?


একজন প্রেমিক নাকি প্রেমিকার,
আস্থার জায়গা, যার কাছে অনায়াসে,
মনের কথাগুলোকে খুলে বলা যায়।
অতি থেকেও অতিগোপন কথা,
নির্দ্বিধায় জমা রাখা যায়।
অথচ তোমার কোনো কথা শুনতে আমাকে,
দুই  তিন বার প্রমিস করে,
বিশ্বাসের প্রমাণ দিতে হয়।
তার মানে কী দাড়ায়,
আমি তোমার বিশ্বাসের জায়গায় আর নেই?


ইদানিং তোমার অভিযোগের তালিকায়,
নব সংযোজন আমি নাকি বেরসিক,
তোমাকে বুঝিনা, আগের মতন সময় দেইনা।
পার্ক, রেষ্টুরেন্ট, শপিং মলে,
নদীর ধারে, কাশ বনে নির্জনে,
কোথাও তোমায় নিয়ে ঘুরতে যাই না।
তুমি জানো,
খোলা চুলে গুজে রাখা ফুল, কানে দুল,
দু হাতে কাচেঁর চুড়ি, আলতা জরানো পায়ে,
নূপুরের ধ্বনি, আমার মনে ভিষণ দোলা দেয়।
কিন্তু এসব তোমার কাছে আনস্মার্ট লাগে।
তার মানে কী সেটাই,
আমি আদিম, আমি মধ্যযুগীয়, আমি সেকেলে,
ইট পাথরের এই নব‍্য সভ‍্যতায়,
আমি প্রেম ভালোবাসার মানেটাই বুঝি না?


পরিস্থিতি যখন এমন
বাহিরে আপন, ভিতরেতে পর,
মনে সদা দুটানার ঝড়,
তবে যাক না দুজনার পথ দুদিকে বেঁকে।
দিন কয়েক পরে সময় বলে দিবে,
কী ছিলাম আমি ভালোবাসা,
নাকি প্রয়োজনীয়তা।