তোমার ঐ চোখ দুটি আপন,
আর তুমি হলে পর।
তোমার রাজকন্যার জীবন যাপন,
আর আমি যে যাযাবর।


রূপে তোমার অতি নেই,
তবু তুমি সুন্দরী।
মাঝে মাঝে লাগে তোমায়,
ডানা কাটা পরী।


তোমায় দেখে মনের মাঝে,
জাগে প্রেমের আশা।
তুমি কি বুঝতে পারো?
আমার মনের ভাষা।


অপলক নেত্রে তোমায় দেখে,
করেছি কতো যে সময় পার।
তবু তুমি চোখের ভাষা বুঝলেনা,
হায়! অভাগা কপাল আমার।


তোমার ভালোবাসা পাওয়া মানে,
হিমালয়ের দূর্গমপথ দেওয়া পাড়ি।
তাই তো সারাজীবন রয়েই গেলাম,
তোমার প্রেমের ভিখারী।


মুখ ফুটে বলার মতো সুযোগ,
খোদাও বুঝি কখনো দিলো না।
তাই তো তোমায় ভালোবাসি,
এই কথাটি বলা হলো না।