আমি যখন ডেকেছিলাম
সেদিন হয়ত
আবেগেই ঘর ছেড়েছিলে,
হাত ধরেছিলে, হারাতে অজানায়।


আর বাস্তবতায়!
উড়ে গেল প্রেম,
ভুলে গেলে হাজারও স্মৃতি,
করে গেলে একাকি।


আজ তোমার শত অভিযোগ,
শত শত অভিশাপ।
আমি কিন্তু আঙুল তুলে
একবারও বলিনি ভুল ছিল কার,
মেনেছি নিয়তির খেলা।


তবুও অপেক্ষা,
অভিমান ভুলে কোন
একদিন আসবে ফিরে।
এবার আর আবেগে নয়, বাস্তবতায়,
সুখে দুখে পাশে বরে।


আমি অপেক্ষায়, আজও অপেক্ষায়।