কালের বিবর্তনে হারিয়ে যাওয়া
হাজারটা জাতির ভীড়ে খোঁজ নিলে
বাঙালি নামের একটা জাতি পাওয়া যাবে,
যারা নিজেরাই নিজেদের ধ্বংস করেছিল,
বীরের বেশে,বোকার মতন।
তাদের আবেগের কাছে বিবেক নির্জীব ছিল,
তারা সব বুঝেও অবুঝ ছিল, ছিল অকুতোভয়,নির্ভীক।
কিন্তু তাদের এই সাহসের তেজে পুড়ে ছারখার হয়েছিল নিজেরাই,
এক কথায়,সে জাতি আত্মহত্যা করেছিল।