দশ রোজা চলে গেল, বিবেক বলে কিছু আছে!
দশজনে দশ কথা কয়, মাথা কাটা যায় লাজে।
সারা পাড়া দেওয়া সাড়া, আজও দিলো না,
রীতিনীতি নেই কি জানা, কেমন বাবা-মা।
বলে দিও কাল পাঠাতে, নইলে লাগবে না,
ছোটলোক, ইতর তারা, সমাজ বোঝে না।
ওদিকে ঋণের বোঝা, বিয়েতে সব দিয়েছে,
টিবি, ফ্রিজ,ফার্নিচার, শ'চারেক লোক খেয়েছে।
কী পাঠালো বিবেক ছাড়া, কী করে দেই সারা পাড়া
আগে জানলে এমন ঘরের মেয়ে আনতাম না।
মেয়েটি নীরবে কাঁদে, কষ্ট আর অপমানে,
এ কেমন সংস্কৃতি সভ্যতার এমন দিনে।
এ রেওয়াজ ভাঙতে হবে, কারো কাছে এ যে জুলুম!
বাপের বাড়ির ইফতারি, আজই সবাই "না" বলুন।