আজ থেকে আমি
একশ বছর বাঁচলে,
একশ বছর তোকে
রাখব বুকে আগলে।
ওরে মোর সাত রাজার ধন,
হীরা-মণি-কাঞ্চন,
তোর ছোঁয়াতে হাজার ব্যথা
যাই নিমিশেই ভুলে।
আমার যত অপূর্ণতা,
তোকে দিয়েই করব পূরণ
তোর চোখেতেই দেখব আমি
হয়নি দেখা যেই সে ভুবন।
তোর মাথাতে বিজয় মুকুট
নিজেই দেব তুলে।
শোন্ রে ধন,মাণিক-রতন
আমি হব নুর,
তোর আকাশে তিমির যত
সব করব দূর।
তোর মাঝেই বাঁচব আমি
ওরে আমার ছেলে।