আজও হৃদয়ে চাপা দেওয়া এক পাষানীর সত্তা
আজও তাকে খুঁজে বেড়ায় আমারই হৃদ-আত্মা।
আজ সে নেই আমার, নয় উতলা সঙ্গিনী,
আজ সে সুখিপুরে, অন্য কারো ঘরনী।
চলে গেল সে আমার, স্বপ্ন বাসর দুমড়িয়ে,
কষ্ট নামের নীল জগতে আমায় ভীড়িয়ে।
উন্মাদের মত ভালবেসে তাকে পেলাম লাঞ্ছনা,
আমি করলেও হৃদয় তাকে ক্ষমা করবে না।
তবুও পারিনা করতে তার মন্দ কামনা
সুখিপুরে সে চিরসুখে থাক্ এই বাসনা।
আমার কথা কখনও যেন সে মনে না করে
হয়ত তাতে ভুল করে তার চোখে অশ্রু যাবে ঝরে।
যন্ত্রনারই রাজ্য আমি নিলাম জড়িয়ে
বাঁচতে চাই সেই পাষানীর স্মৃতি সরিয়ে।