মানুষ চাঁদে গেল, মঙ্গলে যেতে চায়
সেই মানুষেরাই আজ করোনায় অসহায়।
কার চেয়ে কে ধনী, কার কত ক্ষমতা
করোনা এনে দিল সকলেই সমতা।
আধুনিক বিজ্ঞান আর উন্নত ট্রিটমেন্ট
পারছে কি কমাতে মৃত্যুর পারসেন্ট?
ক্ষুদ্রকণার ডরে বাইরে যে কেউ নাই
বড় বড় নেতারাও কাঁদছে নিরুপায়।
কেন আজ পৃথিবীটা রূপ নিল শ্মশানে
মূলে গিয়ে নির্মুল, করছো কি সেখানে?
বড়াইয়ের দিন শেষ,আমরা যে শ্রেষ্ঠ
বাঁচতে হলে করি খোদাকে তুষ্ট।