আমি উৎফুল্ল পেয়ে তোমাতে ঠাঁই,
হে মোর বিদ্যানীড়, পিটিআই।
আমি গর্বিত তোমার স্পর্শ পেয়ে
ধন্য ও বুকে লালিত হয়ে,
তোমার মাঝেই এই আমাকে
বারবার পাই খুঁজে।
আমি ঘাপটি মেরে ডুব আধারে
খুলেছো মোর বন্ধ দুয়ার,
আর ভয় কিসে গো করতে লড়াই
ধরিয়ে দিলে ঢাল তলোয়ার।
তুমি শিখিয়ে দিলে,দেখিয়ে দিলে
কী করে পুতুল গড়ে,
তাই শপথ নিলাম কুমোর হব
ফিরবো যখন ঘরে।
আমি গড়ব  জাতি শক্ত করে
তোমার শেখানো মন্ত্র পড়ে,
তুমি থেকো ভালো, ছড়াও আলো
হঠাও তিমির দুরে।