আজ শূণ্য হতে হিসেব কষে
জীবন খাতার হালখাতেতে
মোটের ঘরে দেখলাম যা,
এক জীবনে অনেক দেনা।


কিছু ঋণ শোধ হবার না,
আর কিছু অযাচিত।
কিছু ঋণ রূপান্তরে,
নতুন করে বাড়ায় দেনা।


ভাবছি..
কেমন করে মিটবে দেনা
মিলবে হিসেব ষোলআনা।
নিজের ছায়া আওয়াজ তোলে
একজীবনেও তা হবেনা।