এই সমাজের কী যে হলো
সবখানেতেই  দূর্নীতি,
কী করে ভাই এগিয়ে যায়
অভাগা মোর এই জাতি।
কোটি টাকার মামলা যেথা
কাজ হবে তার আধা,
করবে তা-ও, যেমন-তেমন
আবার খাওয়ার ক্ষুধা।
দেশ চালাতে পদে পদে
যাচ্ছি দিয়ে চাঁদা,
কিন্তু যখন চাচ্ছি সেবা
দিচ্ছি আবার চাঁদা।
যোগ্যতার দাম শূণ্যে গেল
এখন তুমি গাঁধা,
দেশ চালাবে আজকে তারাই
যাদের আছে দাদা।
ডিগ্রীগুলো মালা করে
ঝুলিয়ে রাখো গলে,
পারলে বাপের ভিটা বেঁচে
ভরিয়ে দাও থলে।
এই সমাজের কী যে হলো
সবখানেতেই দূর্নীতি,
তাইতো আজও বেগ পেল না
উন্নয়নের গতি।