জাত ছাপিয়ে, কুল মাড়িয়ে যে জ্বর দিল হানা
জ্বরটা কী সে, এখন তা তো জোয়ান বুড়োর জানা।
আজব এ জ্বর ধরলো যারে, চোখ থেকেও কানা
মুখ বাকিয়ে, ঘাড় ঘুরিয়ে, ভাবটা লাগে আনা।
যখন তখন এ জ্বর ধরে নাই কি প্রতিষেধক!
জ্বরটা এখন নেশার মতো, গন্ধ ছাড়া মাদক।
সেলফি জ্বরে কাপছি সবাই বিবেক বুদ্ধি ভুলে,
মরলো বাবা জড়িয়ে ধরে সেলফি নিলাম তুলে।
ভাইটা আমার হাসপাতালে ফাটিয়ে এসে মাথা
বাইকে বসে সেলফি নেবে ট্রাকে দিলো যাতা।
দেখতে গিয়ে দল পাকিয়ে সেলফি নেবো যেই না!
ভাইটা দেখি মুখ বাকিয়ে ভুলে গিয়ে ব্যথা।
বোনেরাও কম জানে না, বাহারি সব কায়দা,
বিশ্বাস করে ঠকে মরে, অন্যরা নেয় ফায়দা।
বড় বড় নেতার সাথে সেলফি যদি থাকে
এই সমাজে চোখ রাঙাবে সাহস কি কেউ পাবে!
কিন্তু ও ভাই বিবেকটারে জিজ্ঞাস করে লওনা
সেলফি তোলার সার্থকতা সবখানেতে হয় না
সেলফি জ্বরে কান্না- হাসির মিলন মেলা সয় না।