আমার ইচ্ছে- পাখি হয়ে আকাশে উড়ার,
পুরুণ করেছো তা-একটু ভিন্নভাবে-
যান্ত্রিক পাখির বুকের ভিতর করে-নির্ভয়ে।
ইচ্ছে ছিলো- পুর্নিমার রাতে সাগর তীরে দাড়ানোর,
পুরণ করেছো তা-যেমন ভাবে চেয়েছি।
ইচ্ছে ছিলো-আকাশে কেটে যাওয়া ঘুড়ির মতো-
ছুটে চলবো আমি-এদিক-সেদিক, মন যে দিকে চায়,
পুরণ করেছো তা-যখন যেখানে চেয়েছি যেতে,
দিয়েছো ছেড়ে আমায়-আমার ইচ্ছের মতো করে,
তাইতো আমি ঘুরেছি-ফিরেছি কেটে যাওয়া ঘুড়ির মতন।
মন খুলে হাসতে পেরেছি, জানাতে পেরেছি মনের কথা,
হাজারও জনের কাছে মুখের বুলি আর কলমের দ্বারা,
আমার ইচ্ছের মর্ম দিয়েছো তুমি তাই।
আমার জীবনের সব থেকে বড় ইচ্ছে ছিলো-
স্বনির্ভর হওয়ার-হয়েছি-পাইনি কোনা বাঁধা,
তোমার দিক থেকে-আমার কর্মক্ষেত্রে।
আনন্দময় জীবন আমার, ইচ্ছেগুলো পুরণ হওয়ায়,
তাইতো আমি উচ্চস্বরে সবার সম্মুখে বলে বেড়াই-
আমার রঙ্গীন জীবনের রং তুমি-ইচ্ছে তুমি,
তুমি আমার ইচ্ছের সংজ্ঞা।