যদি চলে যাও তুমি
সূর্যকে সাথে নিও,
আমি থাকবে অন্ধকারে পরে।
যদি চলে যাও তুমি
চাঁদকে সাথে নিও।
তোমার স্মৃতিগুলো নিয়ে,
আমি না হয় বাঁচবো,
অন্ধকার আর দুঃখ নিয়ে এ জগতে।
যদি চলে যাও তুমি
নয়ন দুটি আমার সাথে নিও।
আমি থাকবো দৃষ্টিহীন হয়ে,
তোমারই সুখের কারণে।
যদি চলে যাও তুমি
প্রাণটা আমার সাথে নিও,
নিজ হাতে নামিয়ে রেখো,
কবরের কোলে দেহটা আমার।
Asanvav valo kobita
যদি চলে যাও তুমি
নয়ন দুটি আমার সাথে নিও।
আমি থাকবো দৃষ্টিহীন হয়ে,
তোমারই সুখের কারণে
গভীর অভিমান জুড়ে আছে কবিতা --
যদি চলে যাও তুমি
প্রাণটা আমার সাথে নিও,
নিজ হাতে নামিয়ে রেখো,
কবরের কোলে দেহটা আমার।
ভালোবাসার এতো দাবি? আবার বড্ড অভিমান ও দেখলাম কবিতায় ,ভালো লাগলো ।
কবিতার আসরে স্বাগতম
কবিতা তো খুব রোমান্টিক
শুভেচ্ছা নেবেন
আমি ছন্দের ভক্ত তবু ভালো হয়েছে আসরে স্বাগতম
খুব সুন্দর ভাবনা, গঠন আর একটু গভীর করা যেত, কবিতা তাই ভাল লেগেছে...
উরররে প্রেম কবি, খুবই নাইস। আমার আজকে কবিতায় আপনাকে জোর ডেকে নিতে চাই। উহ,! আসরে স্বাগতম। শুরুটা খুবই ভাল হলো।