আষাঢ়ের আকাশ,
আকাশের বুকে ঘন মেঘ,
নে কালো নে সাদা,
এই রিমঝিম বৃষ্টি অবিরাম,
এই বা ঝিলমিলে রৌদ্র কিছুণ।
মেঘের ছুটাছুটি গর্জন নিয়ে,
দু’হাত শক্ত হয়ে চেপে ধরে কান,
ভয়ে ভয়ে থেমে যায় পথ।
বৃষ্টি আসে আকাশ ভেঙ্গে,
ভিজে যায় পথ-ঘাট-মাঠ।
আনন্দ উল্লাসে ছুটাছুটি,
শিশু-কিশোরের দল।
বর্ষার রাত্রিতে থম্থম্ চারিদিক,
ঘুম চোখে, কানে বাঁজে,
ঘরের চালে বৃষ্টির টুপটুপ শব্দ,
মাঠের মাঝে ব্যাঙের গান।
গ্রাম্য মেঠ পথটা হাটু কাঁদায় ভরা,
ছেলে-মেয়েদের লুটালুটি গায়ে নিয়ে কাঁদা।
রাস্তার দু’পাশের গাছগুলি,
জল নিয়ে গায়ে,
সরসা দাড়িয়ে নিঃশব্দ নির্ভয়ে।
পাখিরা নীড় ছেড়ে বের হয়,
একটু খাবারের আশায়।
পারে না মিলাতে, একটু আহার
অনাহারে পথে থাকা ছানাদের লাগি।
অবিরাম বৃষ্টির কারণে,
ছানা কোলে পাখিরা সব,
পরে থাকে নিজ নীড়ে,
নিঃস্ব দেহ-মনে।