বহুদিন পূর্বেই ভালোবেসেছিলাম তোমাকে,
যখন তুমি ছিলে কেবল উঠতি বয়সী মেয়ে,
হয়তো পা দিয়েছিলে পনের-তে, আমি সতের,
তাই তোমার প্রতি আমার ভালোবাসা ছিল নীরব।
শুধুই ভাবতাম আমি, তোমায় বলবো “ভালোভাসি”
কিন্তু আমার সেই ইচ্ছেটা-ইচ্ছেই রয়েগেল, মনের গভীরে,
বলতে পারিনি তোমায়, মনের মঝে হারিয়ে ফেলার ভয়ে,
আমি তোমায় হারাতে চাইনি কখনোই, না এজগতে না ওজগতে।
না পাবার সেই ভয়টাই কখন যে সত্যিতে রূপান্তরিত হলো,
বুঝতেও পারিনি আমি সেই সত্যটি,
তবে আমি সেই থেকেই অপেক্ষায় ছিলাম তোমার,
কেননা, আমার বলতে না পারার কথাটি তোমায় বলবো বলে।
আজ অনেকগুলো বছর পরে পেয়েছি তোমার সন্ধান,
হয়তো সেটা আমার, নীরবে থাকা স্বচ্ছ ভালোবাসার জোড়ে,
বলবো এবার তোমায় নীরবে থাকা ভালোবাসার কথাটি,
তুমি কি শুনবে, না কি ফিরিয়ে দিবে আমায় ?