যা পেয়েছি, হারিয়েছি বহুগুণ,
কথার কথা নয় এযে, বড় ভাবনার বিষয়।
হিসেবের অংকগুলো জটিলতর হচ্ছে প্রতিদিন
আর জমছে কেবল রাশি রাশি খাতা।
মনুষ্যত্ব অর্থে বিকোয় আজ রক্তে রক্তে বেইমানি,
বিশ্বাসের দরজায় খিল এঁটেছে তালাও পড়েছে হয়তো।
বিত্ত বৈভব পেয়েছি সন্তান পেয়েছি কুলাঙ্গার,
পিতার মৃত্যু সন্তানের হাতে আজ লাশ নিয়ে টানাটানি।
আলেমের মুখোশে আটা মানুষ, আজ এলেমের বড় অভাব,
বিদ্যার দৌড় জানান দিতে পাল্টে ফেলেছি জীবনধারা।
পথ্যের অভাবে মরছে মানুষ কেউ হাসপাতাল মালিক বনে গেছে,
মৃত্যু কেবল ঘুচিয়েছে ব্যবধান ডোম ঘরে পাশাপাশি দু‌টি লাশ।
কি পেয়েছি কি পাইনি হিসেবের খাতা বন্ধ হলো আজ।
বিশ্বাস হারিয়েছি মানবতা হারিয়েছি হারিয়েছি সততা যত,
সাড়ে তিনের বদ্ধ ঘরে এসব বেকার ভাবনাই এখন কাজ।