কিছু দিলে কিছু মিলে
কখনো বা বেশীও মিলে।
কিছু দিয়ে আজ সরকারি শব্দটা পেয়েছি
কর্মচারী কে আবার? কর্মকর্তা বনে গেছি।
দশ হাজারের মাইনে বড় স্বচ্ছ আমি
সম্পদ বলতে আছে কেবল চারটে ফ্লাট দুটো গাড়ি।
সঞ্চয় বলতে তেমন কিছু নাই
লিংক রোডের তিনটে ব্যাংক চলে আমার টাকায়।
দশ বিঘায় ছোট্ট একটা কটেজ আছে আমার গ্রামে
ধর্ম কর্মে ব্যস্ত মা-বাবা আছেন বড় আরামে।
কালচারের হাওয়া লেগে গেছে গায়
উচ্চ শ্রেণীতে নাম লিখিয়েছি কে আমারে পায়।
মেয়ে পড়ে সানডিলে ছেলে বিলাতে
কী আর এমন খরচ ওদের জীবন গড়াতে।
বউয়ের নেই কোন আবদার না কিছু চায়
হাজার পঁচিশেই চলে তার হাত খরচের ব্যয়।
কোথায় ছিলাম কোথায় আমি আজ
মাঝে মাঝে স্বপ্ন ভেবে থমকে যাই মাথায় পড়ে বাজ।
জিরো থেকে হিরো, তবু নেই মাথাব্যথা কারো।
ভাবি এ কি স্বপ্ন নাকি সত্যি, গড়েছি হাজার কোটি টাকার সম্পত্তি।
চিমটি কেটে কেউ আমার ভাঙ্গে চেতনা,
কে বলে ক্ষুদ্র আমি ছোট আমি, আমি যে হাজারো অসতের প্রেরণা।