হারিয়ে যাবো তাই খুঁজে চলেছি পথ
খুঁজে চলেছি দুটি হাত
সকালের সূর্য যখন ক্লান্ত বিকেল আর ধূসর চারিপাশ
বিরাম নেই আমার এ পথ চলার
গোধূলি থেকে সন্ধ্যা আর সন্ধ্যা থেকে রাত
নিস্তব্ধতায় এ শহর বা সীমানা ছাড়িয়ে কোন মেঠো পথ অবলীলায় স্বপ্ন দেখে যায়
পাশে আমি জোছনাতে হেঁটে চলি ভিজবো বলে
স্নিগ্ধতার সুর বেজে ওঠে আর বাতাসের নৃত্য চারিপাশে
এ আমি ভুলে যাই এ সংসার
এ শুধু রুটিনে আবৃত
এ কঠিন মহাকাল কঠিন কর্মযজ্ঞ এ যন্ত্র দানবের
আর দুটো হাতের দেখা হয় না এখানে হয় না হাতে মনে স্পর্শ
প্রশান্তির শুভ্রতা কেবল মলিন আর ধূসর
সুরহীন ছন্দহীন আশপাশ
জীবনের মানে ভিন্ন কিছু এখানে
অসতের পাল্লা ভারি আজ
তার-ই মাঝে আমার এ অবস্থান বড় বিশ্রী বেমানান
বদল হোক এ মনে
বদলে যাই কবিতা গানে
এ পথেই হোক রচিত হারানোর গল্প দুটো হাত ধরে সুন্দরের খোঁজে