নিঃশ্বাসের দূরত্বে তুমি, তোমার কাছে ফিরবো আমি
থাকুক যতো অনিচ্ছা আর ভয়, অনিবার্য এ প্রেম
ওয়াদা খেলাপ করা সাধ্য কার
এ জীবন আমার নয়, তোমার জন্য অর্থবহ চারিপাশ
শিশুকালে ভুলেছি তোমায়, কৈশোরে মনে রাখি নি
যৌবনে নতুন প্রেম, ভালোবাসায় ডুবোডুবি
সংসার প্রেম, সমাজ প্রেম, বিত্তবৈভবের প্রেম
বড় ক্লান্ত প্রেমিক, নেশা যতো তুমি ভিন্ন অন্যতে
অবহেলা শুধু অবহেলা দূরত্ব বাড়িয়েছে আমাদের
তোমাকে ভালোবেসে না করি নি তেমন কিছু
তবু তুমি পিছু ছাড়োনি জাগিয়েছো আমিত্বকে
বয়সের ভারে আজ আমি ন্যূযমান শরীর চলে না
কেন যেন প্রেম আজ নতুন করে ভাবাচ্ছে
ভালোবাসি তোমাকে অনেক বেশি
উপলব্ধির আঘাতে ক্ষত বিক্ষত এ মন
তোমাকে ভালোবেসে যা করার করবো আমি
এ সময়ের প্রত্যয় এ আত্মবিশ্বাসের শপথ
ক্ষমা চাই আমি, যে ক্ষমাতে আমি আলোকিত
বন্ধ চোখে তোমাকে চাই, কলবের বাতি দাও জ্বেলে
চাই করুণা তোমার, আমাকে প্রেমিক করে নাও
আমার অহংকার ভেঙে দাও, খুলে দাও বাহু
তোমার কাছে ফিরবো আমি