তুমি ছিলে, তুমি আছো সেই আগের মতো
ভাবনাতে বাঁচো, ভাবনাতেই তোমার বসবাস
তারুণ্যের সজীবতা আজ লেশমাত্র নেই যেন
তুমি বয়স্ক হয়ে গেছো, তবুও তুমি আছো
সেই কবে প্রথম একসাথে চলা, কতটা পথ হেঁটেছি দুজন
ক্লান্তিতে শ্রান্ত শরীর বিরতির অবকাশ ছিলো না কোনো
ক্লাস আর লাইব্রেরি, টিএসসি আর মল চত্বর
ছিলো তোমার উপস্থিতি নিত্য বিকেল নিত্য ভোর
ভুল যত সে আমার তোমার নেই কোনো দোষ
নিয়তির কাছে অসহায় আমি ভাগ্যের সাথে আপস
কোন এক ঝড়, ধ্বংসস্তূপে আমি
দৃষ্টিতে আবছায়া তোমাকে দেখি আবার দেখি না
তোমাকে পেতে চাই আবার যেন চাই না
তোমাকে চাওয়ার ইচ্ছেগুলো আজ শ্মশানবাসী
তুমি আজ অন্য কারো, অন্য কারো চোখে বেঁধেছো বাসা
সেদিনও তুমি আমার ছিলে
তুমি আমার জীবনের কোন এক স্বপ্ন পূরণের আশা।