খুব গ্রামে যেতে ইচ্ছে হচ্ছে, খুব।
বহুদিন হলো,
ঘুম থেকে উঠে পাখির ডাক শুনিনি।
বহুদিন হলো,
সকাল বেলার ভেজা ঘাস দেখিনি।
বহুদিন হলো,
ঠান্ডা উঠোনে খালি পায়ে হাটিনি।
বহুদিন হলো,
বহুদিন পুকুরের ঠান্ডা জলে স্নান করিনি।
বহুদিন হলো,
দুপুরের মিষ্টি রোদ গায়ে লাগাইনি।
বহুদিন হলো,
মাটির ঘ্রাণ, কাঁদার ঘ্রাণ পাইনি।
বহুদিন হলো,
পুকুরের টাটকা মাছ, ক্ষেতের সবজি খাইনি।
বহুদিন হলো,
বিকেলে দিগন্তের বিশুদ্ধ বাতাসে শ্বাস নেইনি।
বহুদিন হলো,
দূর থেকে আসা সেই সুরেলা আজান শুনিনি।
বহুদিন হলো,
নিস্তব্ধ রাতে ঝিঁ ঝিঁ পোকার শব্দে ঘুমোইনি।


খুব গ্রামে যেতে ইচ্ছে হচ্ছে, খুব খুব খুব।
এই শহরের কলকব্জার টুংটাং আর ভালো লাগছেনা।