ওহে প্রিয়তমা,


আরো একটি শীত চলে গেলো প্রায়,


তুমি এখনো আমার কাছে আসতে পারো নি, ভালোবাসতে পারো নি, এমনকি
ভালোবাসার কথাও বলতে পারো নি।
রাতগুলো একেকটা দীর্ঘ অপেক্ষার প্রহর।


আরো একটি বসন্ত এসে গেলো প্রায়,


তুমি আমায় এবারো দেখা দাও নি,
বাসন্তী-খোপায় তোমায় দেখতে চেয়েছি,
ফুল শুকিয়েছে তোমার অপেক্ষায়,
দেখাওনি। বসন্ত প্রায় যায় যায়।


আরো কত মৌসুম যেতে হবে তোমার জন্য?


প্রহর গুণার কবিতা শেষ হবে কবে?
নতুন বছরেই কি দেখা পাবো তোমার?
তবে কি এই গ্রীষ্মেই পাবো প্রিয় তোমাকে?
এসো কিন্তু। গ্রীষ্মের পরেই যে বর্ষা এসে যাবে।