বেশ তো চলছিল জীবন,
ছুটছিলো কতো স্বপ্ন নিয়ে,
আছে কতো আশা-ভালোবাসা,
অনেক সাধের এই আলয়ে।


হঠাৎ বিপদের কালো মেঘ এলো,
গ্রাস করে নিলো জন-জীবন,
মোর প্রাণের বসুধায় মহাসংক্রমণ,
বাজলো মৃত্যুর ধ্বনি, কঠিন ভীষণ।


শুরু হলো প্রাণ রক্ষায় নির্বাসন,
মহাকালের অসীম যাত্রায় বিঘ্ন,
গৃহবন্দী মন হলো ক্ষান্ত-বিষন্ন,
মানুষের হাহাকারে মন উদ্বীগ্ন।


দুঃখ, কষ্ট, বুক ফাটার শব্দে,
কান ভারী, মন ক্লান্ত নিরাশ,
বাতাসে বাতাসে ছড়িয়েছে বিষ,
জীবন হারিয়ে, জীবন হতাশ।


কেউ ভেবেছিলো অসময় আসবে?
জীবন-জীবনের স্বপ্ন, থমকে যাবে?
ঘোরেও নয়। কিন্তু এখন ভাবছে,
"কোনো একদিন সব কালো দূর হবে"।


বিধাতা এবার মোদের করো ক্ষমা,
ক্লান্ত মোরা তোমায় যপে-যপে,
সকলে মোরা চেয়ে আছি কবে
পৃথিবী ফিরবে আগের রূপে।