কেন বারংবার নীরবতা অতিক্রান্ত,
পেরিয়ে এসেছি সরবতার প্রান্তর,যখন,
কেন বার্লিন থেকে ফেরা হাসির প্রতিধ্বনি,
বদলে যায়-কান্নার স্রোত ফেরা দমকে,
আমি কি যাব না ফুলশয্যায়,
হা !হা !অমন তো ঢের দেখেছি,
তুমি ফুল দিয়ে ঢেকে রেখো লাশ,
আমি আমার সাথে যাব সহমরণে।
বিদায় জানাবেন, অবসর পেলে।