FIH          সময়ের অভিশাপ
আমি দেখেছি, আমি দেখেছি, গভীর,প্রকট,অযত্নে আঁকা বলিরেখা,
আর দেখেছি নির্বাক,জল ছল ছল,মরা ছাগলের মতো চোখ ,
আর ও দেখেছি ধবধবে সাদা ঘাসে ঢাকা,
অভিজ্ঞতার পলি জমে শক্ত হওয়া শিলা,
আর নিজ তালে, কিংবা বেতালে যখন চলে
সব,
বাক্যের প্রতিটি শব্দ,
বাক্যে তখন হাজার তালি,
আর দীর্ঘশ্বাসের দমে অকুলান,
সময় গুণ নিচড়ে অভিশপ্ততায় ঠেকে,
আর তখনই দেখেছি নির্বাক চোখে তীব্র আকুতি
একটি শব্দের বিনিময়ে পুরো বাক্য বেচতে রাজি,নশ্বর পৃথিবীতে  শ্রেষ্ট সম্পদ 'যৌবন'.....
'শর্তাবলী প্রযোজ্য'বলে ঠেলে দেয় সময়,
সময়ের ইতিহাসে,আবার দীর্ঘশ্বাস ! দমে অকুলান.....
                                                                 --------আরিফ শেখ