গোলাপ নাকি লঙ্কার ফুল?
---আরিফ শেখ
(কবিতা নাকি গান)



আমি শুষ্ক পথের মানুষ,
আমার ভীষণ ভীষণ হুস,
আমি মানুষ যেমন তেমন,
আমি ভীষণ মানহুস।


আমি সঙ্ না সেজেই সংসারী,
নই বড্ড বোরিং গেরুয়াধারী,
আকাশে উড়ছে রঙধনু,
আমি সংসারে কর্মচারী।


আমি চরকা কাটার লোক না,
আমি মঙ্গলযানে লোক গুনি না,
আমি ভাতে গুনি তরকারি,
আমি বিজ্ঞান ম্যাগাজিন কিছু বুঝি না।


গোলাপের চেয়ে লঙ্কার ফুল ভীষণ ভীষণ দামি,
হোক না লঙ্কা অল্পনামী আর গোলাপ ভীষণনামী,
গোলাপের স্বাদ বিস্বাদ আর লঙ্কা ভীষণ ঝাল,
তাই গোলাপের গাছে লঙ্কা ফলা শোন রে অন্তর্যামী।


(উৎসর্গ ---গোলাপ নয়, যারা লঙ্কাকামী, যেন পেট ভরে খেতে পারে জল।)