যে দিন আমি থাকিব না


যবে রইবে না দিবা,রইবে না রাতি,রইবে না মোর তরে,
যবে শুধুই আঁধার, রইবে না বাতি,রইবে না মোর ঘরে।
যবে মিষ্টি সকাল,ভোরের বাতাস,আমার গায়ে লাগিবে না,
যবে কোকিল কুহু,তোমার ডাক,আমার এ কান শুনিবে না।
যবে হৃদয়তন্ত্রী ছিড়িয়া যাইবে,হারায়ে যাইবে সুর,
যবে শুইয়া থাকিব দিঘীর পাড়ে,তবু কল্পনাতীত দূর।
যবে আমার নামে তোমার বুকে ব্যাথার নটী নাচিবে,
যবে শূন্য ঘরে শূন্যতা বড় বিকট শব্দে বাজিবে।
যবে স্বপ্নে আমায় জড়িয়ে বুকে রাত্রি পাহারা দিবে,
যবে মূক আঁধারও হঠাৎ করিয়া মুখর হইয়া উঠিবে।
যবে জাগরণ বলিবে নিদ্রা ভালো,নিদ্রা বলিবে জাগরণ,
যবে সময়ের সহিত সময়ের দ্বন্দ্ব চলিবে সর্বক্ষণ।
যবে অশ্রু তোমার রইবে না দামি,অভিমানী ঝড় বইবে,
যবে অশ্রু মোছানো,মান ভাঙানো আমার দু-হাত চাইবে।
যবে জীবন নদে তোমার তরী বাহিবে না দাঁড়,ধরিবে না হাল,
যবে দুঃখে দুঃখে জর্জরিত হইবে তব হৃদয় ঢাল ।
হয়তো তখন দিঘীর পাড়ে,ঘাস গজানো মাটির তলে,
ভাবনায় তুমি থাকিবে কী না,চোখ ভরিবে কী না অশ্রু জলে?
যদি বা ভরে আখি আমার মুছিয়ে দেবে কে হায়?
সেদিন তোমায় আমার ডাকে দিতেই হইবে সায়।
সেদিন তোমায় আমার ডাকে দিতেই হইবে সায়।
এসো গো সেদিন মুছাইয়া দেব অশ্রু ভরি ভরি,
এসো গো তুমি দুজনে মিলিয়া প্রভূ বন্দনা করি।
                                                                           ------আরিফ শেখ