স্বর্গে ফেলেছে নরক তাবু, আমিই দোষী আসিফা ৷
আমি পঙ্গু,আমি অন্ধ, আমি তরুণ বৃদ্ধ খলিফা ৷
ছিনিয়ে নিয়েছি শৈশব তব,পাওনা দিইনি তোমায় ৷
বিবেকহীনের অত্যাচারে আমার বিবেক কোমায় ৷
আমি লজ্জিত আমি ধিক্বৃত নিজের কাছেই আজ ৷
তোমার আত্মা দূষছে আমায় কোথায় রাখব লাজ৷
মাটির নীচেই নিরাপদ তুমি,মাটির উপরে এসো না৷
সফেদ কাফন পরিহিতা তুমি হবে লাল বসনা ৷
হাজার স্বপ্ন,হাজার রক্ত গিলেছে ভারত সোনার,
তোমার রক্ত নব সংযোজন শোধিতে ভারত আমার ৷
মায়ের পেটেই থেকো আসিফা নব আসিফারা এসো না,
আমি ভারত বলছি, তোমার জন্য আমার এ কোল তৈরি না ৷