আমি নিয়ম-নীতির মাঝে আবদ্ধ নয়, তাই আমি লিখতে পারি।
আমি কবিতা পড়ার নিয়ম-রীতি জানিনা, তাই হৃদয় দিয়ে তা বুঝতে চেষ্টা করি।
আমি জানি কবিতা শুধুমাত্র লিখা ছন্দমালার নাম নয়, কবিতা পিথাগোরাসের উপপাদ্য নয়, নিউটনের গতিসূত্র নয়, যা প্রমাণ করতে হয়।
কবিতা হৃদয় দিয়ে অনুভব করতে হয় হৃদয়ে ধারণ করতে হয়।
আমি জানি কবিতা প্রশান্তি আনে যদি তা হৃদয় দিয়ে অনুভব করা হয়।
আমি কবিতা বলতে বুঝি দুঃখিনী মায়ের আর্তনাদের বাক্যবাণী।
আমি কবিতা বলতে বুঝি প্রতিবাদে গর্জে ওঠা হুংকার ধ্বনি।
আমি কবিতা বলতে বুঝি স্ব-অধিকার আদায়ের যুক্তি বাণী।


আমি কবিতা বলতে বুঝি তৃষ্ণার্থ হৃদয়ের এক পেয়ালা পানি।
আমি কবিতা বলতে বুঝি মুক্ত ভুবনে উন্মুক্ত নয়নে চলা সেই শিশুর জীবনী।
আমি কবিতা বলতে বুঝি ইট-পাথর কনক্রিট থেকে মুক্ত প্রশস্ত  মাঠখানি।
আমি কবিতা বলতে বুঝি দুঃখ-সুখে পাশে দাঁড়ানোর মতো একজন সঙ্গিনী।
আমি কবিতা বলতে বুঝি স্নেহ মায়া-ময় আমার এই প্রিয় দেশ খানি।