তোমার ভুতুড়ে অদ্ভুত চখের ভাষায়
চাদটাও হারিয়ে যেতে পারে রাতের
আধারে।


তোমার ভুতুড়ে মন উদাসিনতায়
ঝড়ে যেতে পারে মন পাঁজরের গাছপালা।


আশা মন দেয়ালের এলিং্যে পা ছুলিয়ে বসে থাকা পার্বতীও আমাকে ভালো বাসেনি।
আশা মন অনামিকা স্নিগ্ধ আকুলতায়
আমি বুঝাতে পারিনি তাকে।


আশা আমি ভারসাম্যহিন
হয়ে ঘুরে ঘুরে সময় স্রোতে হারিয়ে গেছি ।
আশা ভালো বাসা ভালবাসা বলেকিছু নেই
আমার।
শুধু ভুতুড়ে অদ্ভুত মন পুকুরে জমে আছে
ভয়ানক বিবিশিখা।


আশা মিথ্যে আশ্বাস নিয়ে সুখি,
আশাহিন আলোর পথে আশায়
তুমি আর বসে থেকানা... চন্দ্রমুখী।