স্বপ্ন তোকে নাকি খুব সহজেই দেখা যায়?
তাইতো দেখেছিলাম!
মনের অজান্তে নয়
ইচ্ছে করেই দেখেছিলাম।


কিন্তুু শেষ করতে পারিনি!
হঠাৎ করেই ভয় হয়েছিলো
যদি পূরণ না হয়?
তখন তো সেও তাল মিলিয়ে বলেছিলো,
বাকিটুকু দেখো
পূরণ করবো দুজনে মিলে!
তার কথাতেই ভরসা পেয়েছিলাম,
নতুন করে স্বপ্ন দেখার।


যেই শরীরে শুধু আমার ঘ্রাণ লেগে থাকতো!
তাহলে আজ কেন?
সেই শরীরে অন্য কারো ঘ্রাণ মাখো !
সব কি তাহলে সময়ের প্রয়োজন ছিলো ?


সেদিন তো প্রয়োজনে সবুজের মাঝে
ঘর বাধার প্রতিজ্ঞা হয়েছিলো ,
তবে কি অট্টালিকা আর স্বচ্ছলতার মাঝে
স্বপ্ন গুলো অসহায় হয়ে ধরা দিলো?