আসসালামু আলাইকুম। আমার নামঃ আরিফুল ইসলাম (রাজু)। বাবার নামঃ ইউসুফ ভূইয়া (রেনু ভূইয়া)।মায়ের নামঃ মনি বেগম (মুন্নী বেগম)।দশম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছি। ক্লাস এইটে পড়াশোনা খরচ জোগান দিতে না পেরে ঘর ছাড়ি।কাজ পাই এক পোল্ট্রি ফ্রার্মে। খামারের মালিক শিক্ষিত এবং দয়ালু ছিলেন।কাজের পাশাপাশি পড়াশোনার সুযোগ করে দেন।সেখানে থেকেই নবম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করি।দশম শ্রেণিতে পড়ার সময় পরিবারের অবস্থা খুবই খারাপ হওয়ায় দেশ ত্যাগ করি । এখন একটা রেস্টুরেন্টে কাজ করি ওমানে।পড়াশোনা করার অনেক ইচ্ছে থাকা সত্যেও পারিবারিক অসচ্ছলতার কারণে দেশ ত্যাগ করি ২০২১ সালে। নকল পাসপোর্ট বানিয়ে। আজকে টাকা কি না করতে পারে।১৭ বছর বয়সে প্রবাসী বানাতে সক্ষম হয়েছে আমার সোনার বাংলাদেশ।
Assalamu Alaikum. My Name: Ariful Islam (Raju). Father's Name: Yusuf Bhuiyan (Renu Bhuiyan). Mother's Name: Mani Begum (Munni Begum). Studied up to 10th standard. I left home without being able to pay for my studies in class eight. I got a job in a poultry farm. The owner of the farm was educated and kind. He gave me the opportunity to study along with work. From there I studied till the ninth standard. When I was studying in the tenth standard, I left the country because the family's condition was very bad. Now I work in a restaurant in Oman. I left the country in 2021 because of my desire to study. Making a fake passport. What money can do today. At the age of 17, my sonar bangla desh has been able to make an expatriate.
আরিফুল ইসলাম রাজু ২ বছর ৩ মাস হলো বাংলা-কবিতায় আছেন।
কবি কিংবা কবিতা খুঁজে বের করার জন্য উপরের সার্চ বক্সটি ব্যবহার করুন।
Please use the above search box to find any poet or poems listed with us.