যুদ্ধ কী একটা নেশা?
না লোভ-লালসার বাসা!
অনেকের কাছে খেলা,
সম্পদ কুক্ষিগত করা।


আবেগের কাছে হার-না-মানা,
বাস্তবতাকে অস্বীকার করা।
কর্তৃত্ববাদের চরম আকাঙ্ক্ষা,
নব্য উপনিবেশবাদের প্রচেষ্টা।


বিপন্ন আজ মানবতা,
বিষন্ন মানুষের চেতনা।
অনাহারে আজ জনতা,
অন্ধকারে এই ধরা।
বিধ্বস্ত প্রাণীকূল,
বিনষ্ট প্রকৃতি।


উদারতার বড় সংহার,
ধ্বংসের মুখে জীবাধার।