সবাই ছুটছি, ছুটছি আর ছুটছি
সীমাহীন সম্পদের ঠিকানা খুজছি,
এর মধ্যে কিছু আমরা জুটছি।


কেউ ছুটছি খ্যাতির আশায়,
হচ্ছি পাগল ক্ষমতার নেশায়,
ন্যায্য অন্যায্য যে কোন পন্থায়।


আরাম আয়েশ আর ভোগের জন্য
বিবেক আমাদের হচ্ছে শূন্য,
স্বভাব আমাদের হচ্ছে বন্য।


এ ছোটার অন্ত হবে কবে?
ধড়ে প্রাণ যতদিন রবে,
হিসাব কিন্তু দিতে হবে!