কাটুক নাহয় আরো বিশটা বছর, তারপর দেখা যাবে-
আমরা কতটুকু পরিচিত, মুখের দিকে চাইলেই যদি চিনতে পারি,
তবে নাহয় দোষঘাট ভুলে, হাসি মাখা মুখ; তখন হয়ত,
একদিনের জন্যে বলি দেবো বলিরেখার অভ্যেসগুলোকে,
------------------------------হাতে নিও চায়ের কাপ,
আমিও বারো বছরের পুরনো শুরায় দেবো চুমুক,
রৌদ্রগুলো মরা ম্যাপেল পাতার বুকে আঁকিবুঁকি কেটে ক্লান্ত হলে, দুজনে দুজনার মুখে তাকালাম, বিশবছরের কথারা ফুটফুটে শিশু;
---কাটুক নয় আরো বিশটা বছর,
আর কিছু না হোক বলতে পারো,
--তুমি কেমন আছো আজকাল? বুড়িয়ে গেছো বেশ,
------------ইন্দ্রলুপ্তির লজ্জায় বিব্রত হাসির আবডালে,
আমিও বলতে পারি হয়ত, তুমি কেমন ছিলে এতোদিন!